অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর করোনা পজিটিভ হওয়ায় বিষয়টি তিনি নিজেই গতকাল টুইটারে জানিয়েছেন। এদিকে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তাঁর মস্তিস্কের অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
এর আগে ৮৪ বছর বয়সী ভারতের এই সাবেক রাষ্ট্রপতি টুইট করে লেখেন, ‘অন্য আরেক কারণে হাসপাতালে গেলে আমার কভিড-১৯ পরীক্ষা হয়। সোমবার রিপোর্ট পজিটিভ এসেছে। এ অবস্থায় অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তারা যেন আইসোলেশনে যান এবং কভিড-১৯ পরীক্ষা করান।’
প্রণব মুখার্জি তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আরোগ্য কামনা করেছেন অনেকেই। এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দয়া করে নিজের যত্ন নিন। আমরা আপনার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।’
দিল্লি কংগ্রেসের সাবেক প্রধান অজয় মাকেন টুইট করেন, ‘স্যার, আপনার দ্রুত আরোগ্য এবং দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ‘আপনার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি।’
উল্লেখ্য, ৮৪ বছর বয়সী প্রণব মুখার্জি এক সময় কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ২০১৯ সালে তাঁকে ‘ভারত রত্ন’ সম্মানে ভূষিত করা হয়।