অনলাইন ডেস্ক : বাংলাদেশে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৫৭.৬০ শতাংশ সুস্থ হয়ে উঠছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে মোট ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তের হিসাবে শতকরা বিচারে এই হার ৫৭.৬০ শতাংশ।