রাজবাড়ী প্রতিনিধি : করোনাকালীন পরিস্থিতিতে রাজবাড়ী জেলায় কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ২০ জন সাংবাদিকের মাঝে দশ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজন ও রাজবাড়ী প্রেস ক্লাবের সহযোগিতায় এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। অনুষ্ঠানের সঞ্চলনা করেন রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন।