মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল ১১ আগষ্ট বিকেল পৌনে ৭ সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোড়দহ গ্রামস্থ খোনকার মোড়, ওমর আলী শেখ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজা ১ কেজি সহ ২ আসামী মোঃ জিয়ারুল (৩৭), পিত-জান মোহাম্মদ, ও মোঃ রাকিবুল ইসলাম (২৫), পিতা-আঃ রহিম, উভয় সাং- গোড়দহ, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কেমিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted in সমগ্র জেলা
কুষ্টিয়ার মিরপুরে র্যাবের অভিযানে গাঁজা সহ ২ আসামী গ্রেফতার
August 12, 2020