অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসেব মতে বিভাগ হিসেবে আক্রান্তের সিংহ ভাগই ঢাকার। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে চট্টগ্রাম।
মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ নিয়ে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যু হারের সাপ্তাহিক আপডেটে (১০ আগস্ট পর্যন্ত) ডব্লিউএইচও বলা হয়েছে- দেশে ঢাকা বিভাগে শনাক্তের হার সর্বোচ্চ ৬৪.৭ শতাংশ।
এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, ১৪.৪ শতাংশ; শনাক্ত হারে রাজশাহী বিভাগের অবস্থান তৃতীয়, ৫.৫ শতাংশ; খুলনা বিভাগ আছে চতুর্থস্থানে, ৫.১ শতাংশ; সিলেট বিভাগ আছে পঞ্চমস্থানে, ৩.২ শতাংশ, রংপুর বিভাগ আছে ষষ্ঠস্থানে, ২.৭ শতাংশ; ২.৫ শতাংশ ও ১.৯ শতাংশ নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে আছে বরিশাল ও ময়মনসিংহ।
বুলেটিনে জানানো হয়, চব্বিশ ঘণ্টায় দেশের ৮৬টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮২০ টি নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৯৯৬ জনের শরীরে। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
চব্বিশ ঘণ্টায় ৩৩ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭১ জন। নতুন ১ হাজার ৫৩৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন। চব্বিশ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২২ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬৭ শতাংশ।