

বিনোদন ডস্ক: অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। ভারতীয় সিনেমা জগতের এক নক্ষত্র জুটি। দীর্ঘ অভিনয় জীবনে বেশ কিছু রোমান্টিক ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা। যদিও মাঝখানে দীর্ঘ দিন এ দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ১৮ বছর পর ফের ‘টোটাল ধামাল’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন ইন্দ্র কুমার।
এদিকে, আবারও সাফল্য পেলো বলিউডের হাস্যরসাত্মক ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। আগের পর্বগুলোর মতো তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’ও দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।মুক্তির নবম দিনে সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। শুধুমাত্র ভারত থেকেই সিনেমাটি এ পরিমাণ অর্থ আয় করেছে। এর আগে তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ৫০ কোটি রুপি।
এই সিনেমায় অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, বোমান ইরানি, আরসাদ ওয়ারসি, জাবেদ জাফরি, রিতেশ দেশমুখ প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২২ ফেব্রুয়ারি।