কুষ্টিয়ার ভেড়ামারায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ইউএনও সোহেল মারুফের অভিযান ও অর্থদণ্ড

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভেড়ামারা উপজেলার সুযোগ্যে নির্বাহী অফিসার সোহেল মারুফ বৃহস্পতিবার (১৩জুন) বিশেষ অভিযান পরিচালনা করেন। মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ১২জনকে ৭,৫০০ (সাত হাজার পাঁচশত টাকা) অর্থদণ্ড করেন।এ সময় বিত্তহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া স্বপন হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ মোতাবেক হোটেল মালিককে ৫,০০০(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। স্বপন হোটেলের ট্রেড লাইসেন্স আছে যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০০৭ সালে, এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠানে কোন ধরনের লাইসেন্স নেই। যার কারণে আগামী ১৪ই আগষ্ট থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারি পরিচালক, সেনেটারি ইন্সপেক্টর কুষ্টিয়া সহ ভেড়ামারা থানার একটি পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *