রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে নতুন করে আরও ৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১৯ জনে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ১০ আগস্ট ১৫৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো। তাদের রিপোর্ট আজ দুপুরে এসেছে। সেখানে ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪৫ জন, পাংশা উপজেলায় ১৯ জন, কালুখালী উপজেলায় তিনজন ও গোয়ালন্দ উপজেলায় সাতজন রয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত রাজবাড়ীতে ১ হাজার ৮১৯ জন করোনায় আক্রান্তের মধ্যে ৯৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৬ জন।