‘হাতের আঙুলে বা পায়ের পাতায় লালচে র‍্যাশ, সতর্কবার্তা বিজ্ঞানীদের’

অনলাইন ডেস্ক : করোনা মহামারির এমন সময় যদি হাতের আঙুলে বা পায়ের পাতায় লালচে র‍্যাশ দেখা দেয় তাহলে সতর্ক হতে বললেন বিজ্ঞানীরা।

প্রায় ১৬০০ জনের উপর সমীক্ষা চালিয়ে ‘কোভিড সিমটম স্টাডি’র সঙ্গে যুক্ত একদল বিজ্ঞানী একটি নতুন লক্ষণ বা উপসর্গের সন্ধান দিলেন।

এই লক্ষণ বা উপসর্গ দেখে অনেকেই একে সাধারণত ত্বকের সমস্যা বা চর্মরোগ বলে ভুল করতে পারেন। তবে বিজ্ঞানীদের দাবি, এগুলি করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে।

‘কোভিড সিমটম স্টাডি’র সঙ্গে যুক্ত গবেষকদের দাবি, হাত ও পায়ের আঙুলের উপর লালচে র‌্যাশ বা লালচে হয়ে ফুলে ওঠা করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে। গবেষকরা জানান, করোনার এই ধরনের উপসর্গ সাধারণত শিশু ও কিশোরদের মধ্যেই বেশি দেখা গেছে।

গবেষকদের মতে, এই ধরনের লালচে র‌্যাশ কোনও ত্বকের সমস্যা বা চর্মরোগের কারণেও হতে পারে। তবে হঠাৎ করে এই রকম র‌্যাশ বেরলে বা লালচে হয়ে ফুলে উঠলে পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *