কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৪৭ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,২৫৯ দাঁড়ালো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৪ আগস্ট ২০২০ মোট ৩৬৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৭০, চুয়াডাঙ্গা ১০৫, ঝিনাইদহ ৫৬ ও মেহেরপুর ৩৮) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২২ জন, কুমারখালী উপজেলার ১০ জন, খোকসা উপজেলার ৬ জন, ভেড়ামারা ৪ জন, দৌলতপুর ২ জন ও মিরপুর উপজেলার ৩ জনসহ কুষ্টিয়ায় মোট ৪৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ৫৫ জন, ঝিনাইদহ জেলার ২৬ জন ও মেহেরপুর জেলার ১৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৬ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২২ জনের ঠিকানাঃ আড়ুয়াপাড়া ১ জন, ২৯২-পৌর স্কুল ১ জন, কদমতলা ১ জন, মজমপুর ১ জন, সদর ৫ জন, র্যাব-১২ ২ জন, কাটাইখানা মোড় ২ জন, থানাপাড়া ১ জন, কেজিএইচ ১ জন, দুর্বাচাড়া ১ জন, রাজারহাটি ১ জন, বাহাদুরপুর ১ জন, থানা পাড়া ১ জন, চৌড়হাস ১ জন, কস্তো পাড়া ১ জন ও এনএস রোড ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানাঃ তেবাড়িয়া ২ জন, খয়েরচাড়া ২ জন, মহানন্দপুর ১ জন, সেরকান্দি ১ জন, শিলাইদহ ১ জন, দুর্গাপুর ১ জন, ইউএইচসি কুমারখালী ১ জন ও চাপড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ কুশবাড়িয়া-আমলা ১ জন ও সদরপুর ২ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানাঃ মাস্টার পাড়া ১ জন, ইউএইচসি খোকসা ১ জন, আমবাড়িয়া ১ জন, সন্তোষপুর ১ জন, ফুলবাড়িয়া ১ জন ও হাসানপুর ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ মির্জাপুর ১ জন, ফারাকপুর ১ জন, গোডাউনপুর ১ জন ও পুবালী ব্যাংক ভেড়ামারা ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ ফিলিপনগর ১ জন ও মাজদিয়ার-মরিচা ১ জন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২,২৫৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১,৫৭৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৪৪ জন।