দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে কাশেম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারত ভূ-খণ্ডের জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।
রামকৃঞ্চপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, কাশেম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে কাশেম মারা যায়। পরে বিএসএফ তার লাশ নিজ ক্যাম্পে নিয়ে যায়।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ রামকৃঞ্চপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মহিউদ্দিন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের নিকট ভারতীয় ভূ-খণ্ডে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে বলে শুনেছি। তবে আমাদের কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।