মিরপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে স্কুল ছাত্র সম্রাটের মৃত্যু

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে স্কুল ছাত্র তানজিদ জামান সম্রাট (১১) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করে। জানা যায়, ওইদিন বিকেল ৫টায় মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে জিয়া সড়কে অবস্থিত বিশ্বাস সুপার মার্কেটের ছাদে ঘুড়ি ওড়াতে গেলে অসাবধানতাবশত: সম্রাট ছাদ থেকে নিচে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করা হয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সম্রাটকে ঢাকা নিয়ে যাওয়ার পথে কল্যাণপুর নামক স্থানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরবর্তীতে শনিবার সকাল সাড়ে ১০টায় তার নিজ বাড়ী মেহেরপুর জেলার গাংনী উপজেলার শেওড়াবাড়ীয়া গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। সে মিরপুর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ক্যাশিয়ার বেদেনা আক্তার এবং পিতা কামরুজ জামান লিপটন এর একমাত্র ছেলে। সম্রাট মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মা-মনি ভিলায় ভাড়া থাকত। এবং তার পাশে অবস্থিত “আমরা নতুন শিক্ষা নিকেতনের” পিএসসি পরীক্ষার্থী ছিল। তার এ মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন “আমরা নতুন শিক্ষা নিকেতনের” প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা পরিচারক সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস, প্রধান শিক্ষক জীবন কৃষ্ণপাল, সহকারী শিক্ষক সুব্রত কুমার পন্ডিত, বিচিত্রা রাণী পাল, রুপা রাণী পাল, আয়া রুবিনা খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *