কুষ্টিয়ায় নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ২,২৭৬ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ১৭ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,২৭৬ দাঁড়ালো।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৫ আগস্ট ২০২০ মোট ৩৫১টি স্যাম্পলের (কুষ্টিয়া ৭২, চুয়াডাঙ্গা ২৯, ঝিনাইদহ ৪১, মাগুরা ৭০, নড়াইল ১০৯ ও মেহেরপুর ৩০) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৫ জন ও মিরপুর উপজেলার ২ জনসহ কুষ্টিয়ায় মোট ১৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ৯ জন, ঝিনাইদহ জেলার ২০ জন, মাগুরা জেলার ২৯, নড়াইল জেলার ৩৮ জন ও মেহেরপুর জেলার ১৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জন, চুয়াডাঙ্গা জেলার ৩ জন ও নড়াইল জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৫ জনের ঠিকানাঃ থানা পাড়া ১ জন, মজমপুর ১ জন, ডিসি অফিস ৩ জন, বড় শরীফ দরবার ১ জন, কেজিএইচ ৪ জন ও করোনা অবজারভেশন ৬ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ হালসা ১ জন ও কৃষ্ণপুর ১ জন।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২,২৭৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১,৫৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৪৫ জন ( আজকের ১ জনসহ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *