ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ যিনি দিনরাত কাজ করে যাচ্ছেন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলাবাসিকে একটু ভালো রাখার জন্য। তিনি মানুষের ব্যাথায় যেমন ব্যাথিত হউন তেমনি মানুষের আনন্দে উৎফুল্লতা প্রকাশ করেন। ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ অভিযান পরিচালনা করেন উপজেলার বিভিন্ন হোটেলে। সেখাানে ৫টাকার পরোটা ১০টাকা রাখার দায়ে ও লাইসেন্স না থাকার জন্য সম্রাট হোটেল কে ২০০০/- জরিমানা করেন ও কিছু হোটেলকে মৌখিক সতর্কতা প্রদান করেন। তার এই অভিযানে আনন্দ প্রকাশ করেন অত্র এলাকাবাসি।
নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, ভেড়ামারা উপজেলায় বিশেষ কোন উন্নতমানের হোটেল নেই কাজেই রুটি / পরোটা কোনভাবেই ৫ টাকা (প্রতি পিস) এর বেশি বিক্রি করা যাবে না।অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।