

অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় দুটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার এ তথ্য জানায় জাতীয় আবহাওয়া অধিদফতর।
এদিকে, আজই ওড়িষা ও তেলেঙ্গানায় প্রাকৃতিক দুর্যোগে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
তবে, রাজধানী নয়াদিল্লি এবং ভারতের উত্তরাঞ্চলে কমে এসেছে বৃষ্টিপাত। দিল্লিতে তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।