অনলাইন ডেস্ক : অন্যান্যবার আইফোনের নতুন সংস্করণ রিলিজের আগে তারিখ ঘোষণা করা হয়। তবে এবার তা হচ্ছে না। সারাবিশ্বে চলমান কোভিড পরিস্থিতিতে আইফোন ১২ এর রিলিজ ডেট দেওয়া হয়নি এখনো।
তবে সেপ্টেম্বরের বদলে এবার এক মাস পেছানো হবে আইফোন ১২ এর ঘোষণা। এই তারিখ হতে পারে ১২ অক্টোবর।
এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, এ বছর সেপ্টেম্বরে আইফোনের বদলে আইপ্যাড ও নতুন অ্যাপল ওয়াচ আনবে অ্যাপল।
ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে আইফোন ঘোষণার কোনো অনুষ্ঠান হবে না। অক্টোবরের শেষ দিকে বাজারে পাওয়া যাবে আইফোন ১২।
জনপ্রিয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আইফোনে তোলা ছবির মান আরও ভালো করতে নতুন আইফোন ১২-এর পেছনে আরও উন্নত লেন্স ব্যবহার করবে বলেই ধারণা দিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো।