করোনাভাইরাস : বিশ্বে ২ কোটি ১৪ লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে ২ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৫৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ১ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৪৪১ জন। বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে কোভিড-১৯ মহামারি। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ লাখ ৬৫ হাজার ১৮০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে ৫৪ লাখের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মৃত্যুর হিসাবেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বহুগুণ এগিয়ে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র অন্তত ১ লাখ ৭১ হাজার ৮৬৭ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *