অনলাইন ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। সূত্র জানায়, হর্ষ বর্ধন শ্রিংলা হঠাৎ করেই ঢাকায় আসছেন। তার এই সফরের পূর্ব পরিকল্পনা ছিল না। তার এই সফর হবে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য।
আজ মঙ্গলবার রাতেই দিল্লি ফিরে যেতে পারেন। ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ঢাকা আসছেন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে, চলতি বছরের ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।