‘টানা দুদিন পতনের পর স্বর্ণের দাম বাড়ল’

অনলাইন ডেস্ক : টানা দুই দিন পতনের পরে মঙ্গলবার বাড়ল স্বর্ণের দাম। সেই সঙ্হে বেড়েছে রুপার দামও। আজ এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্সে ১ শতাংশ বাড়ার কারণে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫৩,৮০০ টাকা। সূচকে ২ শতাংশ বাড়ার ফলে রুপার দাম প্রতি কেজিতে যাচ্ছে ৭০,৫৫৪ টাকা।

গত অধিবেশনে স্বর্ণের দাম সূচকে ২ শতাংশ উঠলে প্রতি ১০ গ্রামে দাম ১,০৩৩ টাকা বাড়ে। সেইসঙ্গে সূচকে ২.৬ শতাংশ বাড়ার কারণে প্রতি কেজি রুপার দাম বাড়ে ১,৭৫০ টাকা। চলতি মাসের শেষের দিকে স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে রেকর্ড বেড়ে হয় ৫৬,১৯১ টাকা।
আন্তর্জাতিক বাজারে ডলারের দাম পড়ার কারণে মঙ্গলবার আবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ২,০০০ ডলারের আশপাশে পৌঁছেছে। সূচকে ১ শতাংক বাড়ার ফলে রুপার দামও বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ২৭.৬৯ ডলার।

বুধবার আমেরিকার ফেডারেল রিজার্ভের বৈঠক শুরু হতে যাচ্ছে। আপাতত সেই আলোচনার ফলাফলের দিকেই দৃষ্টি স্বর্ণের ব্যবসায়ীদের।

এদিকে স্বর্ণে বিনিয়োগ বাড়ানোর ফলে বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মজুত স্বর্ণের পরিমাণ ০.৩৩ শতাংশ বেড়ে সোমবার দাঁড়ায় মোট ১,২৫২.৩৮ টন।

অন্যদিকে, আমেরিকার ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটিভ সম্প্রতি নিজস্ব পোর্টফোলিওতে ব্যারিক গোল্ড করপোরেশনকে যুক্ত করে। শুক্রবার বার্কশায়ার জানায়, ব্যারিক গোল্ডের ২০.৯ শতাংক শেয়ার তারা কিনেছে ২৯ লাখ ডলারের বিনিময়ে। তবে সংস্থার চেয়ারম্যান ওয়ারেন বাফেট স্বয়ং স্বর্ণে অতিরিক্ত বিনিয়োগ নির্ভরতার বিরুদ্ধে সতর্ক করেছেন। তার মতে, যেহেতু কোনো খামার বা সংস্থার মতো বৃদ্ধি হয় না, সেই কারণে স্বর্ণে মাত্রাতিরিক্ত লগ্নি অলাভজনক হয়ে দাঁড়ায়।সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *