যেভাবে জানবেন, ফোন বিটিআরসি নিবন্ধিত কিনা

অনলাইন ডেস্ক : নানা রকমের মোবাইল ফোন ব্যবহার করে থাকি আমরা। তবে কোন ফোনটা আসল বা বিটিআরসি নিবন্ধিত তা হয়ত আমরা কখনও যাচাই করে নেই না। ফলে বিটিআরসি নিবন্ধিত না হওয়ায় যে কোন সময় ফোনটি বাতিল হয়ে যেতে পারে। তাই জেনে নিন বিটিআরসি নিবন্ধিত কিনা আপনার ফোনটি।

মোবাইল সেট কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২ তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কিনা জানিয়ে দেয়া হবে। মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *