মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ জেলায় নতুন করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭৪ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৭ জন ও গাংনী উপজেলার ৩ জন ও মুজিবনগর উপজেলায় ৩ জন রয়েছেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৩৭৪ জন করোনা আক্রান্তের মধ্যে ১৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৯ জন।