ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় আলেয়া বেগম (৬৫) নামে এক মহিলা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার পৌর এলাকার কবিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের মজিবর রহমান মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আলেয়া বেগম নামে ওই বৃদ্ধা জামাই বাড়ি থেকে কবিরপুর সিটি কলেজ এলাকায় মেয়ে জামাই বাড়িতে যাচ্ছিলেন। এ সময়ে তিনি কবিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় পৌঁছলে অপরদিক থেকে বেপরোয়াগামী একটি মোটরসাইকেল চালক বৃদ্ধাকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।