করোনাভাইরাস : বিশ্বব্যাপী মৃত্যু ৭ লাখ ৮৪ হাজারের বেশি

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজারের বেশি। বুধবার সকালে ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া যায়।

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ২৩ লাখ ৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৭৪ হাজার ৪০৬ জন চিকিৎসাধীন।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৬ লাখ ৫৫ হাজার ২৯৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৭৪ জন। সুস্থ হয়েছেন ৩০ লাখ ১১ হাজার ৯৮ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে গতকালের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ২০০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট এক লাখ ৬২ হাজার ৮২৫ জন করোনা থেকে সুস্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *