ফেসবুকের নতুন ডিজাইন সামনের মাস থেকে বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যম ফেসবুক আর মাত্র ১০ দিন পর থেকে তাদের ‘ক্ল্যাসিক‘ সংস্করণের নকশা পুরোপুরি সরিয়ে নিচ্ছে। ফেসবুকের সাপোর্ট পেজের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরে সব ডেস্কটপ ব্যবহারকারীকেই আপডেটেড লুকে যেতে হবে। এতদিন ইচ্ছা করলেই পুরোনো ডিজাইন ব্যবহার করা যাচ্ছিল।

নতুন ডিজাইনে গ্রুপ, পাবলিক এবং প্রাইভেট স্পেসের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে মার্কেটপ্লেস এবং গেমিং সেকশনেও বড় পরিবর্তন এসেছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীকে আরও উন্নত অভিজ্ঞতা দিতে তারা ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে এবং ডার্ক মোড ব্যবহারের সুযোগ থাকবে। এতে ব্যবহারকারীর চোখের ওপর চাপ পড়বে কম।
উল্লেখ্য, গত মে মাস থেকে চালু হওয়া নতুন ডিজাইন এতদিন ‘ডিফল্ট’ ছিল। এর আগে, মার্ক জাকারবার্গ এক বছর আগে এফ৮ ডেভেলপার কনফারেন্সে নতুন ডিজাইনের ঘোষণা দেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *