‘৩ মাস পরেও ৩টি লক্ষণে ভুগছেন করোনায় আক্রান্ত হয়ে সেরে ওঠা কিছু মানুষ : গবেষণা’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সেরে ওঠা কিছু মানুষ তিন মাস পরেও রোগটির উপসর্গতে ভুগতে পারেন। নর্থ ব্রিস্টল এনএইচএস ট্রাস্টের নতুন একটি গবেষণার পর এই বিষয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া ৭৫ শতাংশ রোগী কয়েক মাস পরেও সমস্যায় ভুগছেন। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘লং কোভিড’।

ব্রিস্টলের সাউথমেড হাসপাতালে ভর্তি হওয়া ১১০ জন রোগীর ক্ষেত্রে দেখা গেছে ৮১ জন বাড়ি যাওয়ার পর নতুন ও অবিরাম কাশি, শ্বাসকষ্ট, পেশী ব্যথা এবং অতিরিক্ত ক্লান্তিতে ভুগছেন। পরে তাদের হাসপাতালে ফিরতে বলা হয়। তিন মাস পর রোগীদের চেকআপের আমন্ত্রণ জানানো হয়। দেখা যায় ৭৫ শতাংশের উপসর্গ কমছে না।
তবে এটি কেন হচ্ছে সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা পাননি গবেষকেরা। সমস্যার মূলে পৌছাতে আরও নতুন নতুন গবেষণা চলছে। এর আগে ব্রিটেনের একাধিক গবেষণায় জানা যায়, প্রায় ৫ লাখ ব্রিটিশ লং কোভিডে ভুগছেন।সূত্র:খবর দ্যা সান’র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *