‘মাটি খুঁড়তেই মিলল সাড়ে তিন কেজি সোনা’

অনলাইন ডেস্ক : স্বর্ণের বিশালাকার দু’টি দলা পাওয়া গেছে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে। সাড়ে তিন কিলোগ্রাম ওজনের ওই স্বর্ণের দুই দলার বাজারমূল্য তিন লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বেশি।

জানা গেছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের টার্নাগুলা শহরে মেটাল ডিটেক্টর দিয়ে আগে জায়গা চিহ্নিত করেছিলেন ব্রেন্ট শ্যানন ও ইথান ওয়েস্ট। তারা দু’জনেই যন্ত্র দিয়ে পরীক্ষা করে জায়গা চিহ্নিত করে মাটি খুঁড়ে সোনা উদ্ধার করেন।

গতকাল বৃহস্পতিবার কয়েক ঘণ্টা মাটি খুঁড়তেই বিশালাকার স্বর্ণের দু’টি দলা পান তারা। ডিসকভারি চ্যানেলে সেই ঘটনার ভিডিও দেখানো হয়েছে।

শ্যানন বলেন, জায়গাটি আগে কখনো খোঁড়াখুঁড়ি করা হয়নি। সে কারণে, ওখানে যন্ত্র দিয়ে ইতিবাচক সাড়া পেতেই আমরা খোঁড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ওই এলাকায় এক ব্যক্তি মেটাল ডিটেক্টর ব্যবহার করে এক কেজি চারশ গ্রাম স্বর্ণের দলা পেয়েছেন গত বছর। ১৮৫০ সাল থেকে অস্ট্রেলিয়ায় এভাবে মাটির ভেতরে লুকিয়ে থাকা সোনা খুঁজে বের করা শুরু হয়।সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *