অনলাইন ডেস্ক : আবারও বড় ধরনের ডেটা ফাঁসের ঘটনা ঘটেছে। ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের সাড়ে ৩৫ কোটি ব্যবহারকারীর ডেটা বেহাত হয়েছে। ডেটা ফাঁসের এমন তথ্য সামনে এনেছে গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক। তারা প্রথমে ডার্ক ওয়েবে এ ডেটার সন্ধান পেয়েছে।
তবে ঠিক কারা এই ডেটা ফাঁস করেছে, সে সম্পর্কে কিছু জানায়নি কম্পারিটেক।
এসব ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা, বিশেষ করে নাম, প্রোফাইলের পুরো নাম, প্রোফাইলের ছবি, অ্যাকাউন্টের বিস্তারিত, ফলোয়ার সংখ্যা, লাইক সংখ্যা সবকিছুই বেহাত হয়েছে। আর এসব তথ্য দেয়া হয়েছে ডার্ক ওয়েবে। এ ছাড়া তাদের সব প্রোফাইলে দেয়া ফোন নম্বর অথবা ই-মেইল ঠিকানাও নিয়ে নেয়া হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণা প্রতিষ্ঠানটি কয়েকটি ভাবে ১০০ মিলিয়ন ব্যবহারকারীর ডেটা সেখানে প্রথমে শনাক্ত করতে পারে। এরপর বাকিগুলোর বিষয়ে অনুসন্ধান চালালে সেগুলোও পায়। এর মধ্যে ৪২ মিলিয়নই টিকটক ব্যবহারকারী। এ ছাড়া ৪ মিলিয়ন ইউটিউব ব্যবহারকারী রয়েছেন।