বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের স্বর্ণা জুয়েলার্সে চুরি হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে শার্টারের তালা ভেঙে ওই জুয়েলারি থেকে ১২ ভরি স্বর্ণ, ৫শ’ ভরি রুপা এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।
জুয়েলারি মালিক রিপন সরকার জানান, শনিবার রাত ৯টার দিকে জুয়েলারি বন্ধ করে বাড়ি যান তিনি। রবিবার সকালে তিনি দোকানে এসে শার্টারের তালা ও সিন্ধুক ভাঙা দেখতে পান। দোকান থেকে ১২ ভরি স্বর্ণালংকার, ৫শ’ ভরি রুপা ও নগদ ৮০ হাজার টাকা চুরি হয় বলে দাবি তার।
এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রিপন সরকার। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।