রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং হোম আইসোলেশনের থাকা দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫১ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ নিয়ে রাজবাড়ীতে ২০ জন মারা গেছেন।
রবিবার সন্ধ্যায় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০ আগস্ট (বৃহস্পতিবার) রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে করোনাভাইরাস উপসর্গে ১২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় নতুন করে ৩১ জন আক্রান্ত হয় বলে জানা যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৫ জন, পাংশা উপজেলার ৬ জন, কালুখালী উপজেলার ১ জন, গোয়ালন্দ উপজেলার ১জন এবং বালিয়াকান্দি উপজেলার ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১৩১৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। ৯৫২ জন আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করছে এবং ৩৪ জন রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।