অনলাইন ডেস্ক : চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়লেও সারা বিশ্ব করোনামুক্ত ছিল। কিন্তু কয়েক সপ্তাহ পরে সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে করোনা।
কভিড-১৯ এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়েছে করোনা। সারা বিশ্বের কমপক্ষে ১৮৮টি দেশে করোনায় প্রাণ হারিয়েছে ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জন। আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ।
তবে কয়েকটি দেশ এখনো করোনা শনাক্তের তথ্য জানায়নি। দেশগুলো হল: কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, তুর্কেমেনিস্তান, টুভালু ও ভানুয়াতু।সূত্র: আল জাজিরা