দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে ১০জনকে ২২০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দৌলতপুর থানা বাজারে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্যবিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ১০জনকে ২২০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার। একই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দু’টি মামলায় ২০০০ টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করোনা স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ১০জন পথচারীকে ২২০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসা প্রতিষ্ঠান ২০০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার। এসময় করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি আদালতের অভিযান চলমান রাখার কথা জানানো হয়।
Posted in সমগ্র জেলা
দৌলতপুরে মাস্ক ব্যবহার না করায় দায়ে ১০জনের অর্থদন্ড
August 24, 2020