অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ হাজার ৫৪২ জন। সোমবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।
এছাড়াও ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ হাজার ৪০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৬ হাজার ৩৪৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৩৮ হাজার ৩৫ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রের লোকজন। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২২ হাজার ২৫৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৫১৭ জন, কর্ণাটকে ৪ হাজার ৬৮৩ জন এবং দিল্লিতে ৪ হাজার ৩০০ জন।
ভারতের শীর্ষ চিকিৎসা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, দেশে করোনা সংক্রমণ চিহ্নিত করার জন্য এ পর্যন্ত মোট পরীক্ষিত নমুনার সংখ্যা ৩.৫৯ কোটি ছাড়িয়েছে। গতকাল রবিবার সারাদিনে ৬.০৯ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.