‘সেপ্টেম্বরে উয়েফা সুপার কাপে মুখোমুখি বায়ার্ন-সেভিয়া’

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারিয়ে শিরোপা জয় করায় আগামী সেপ্টেম্বরে উয়েফা সুপার কাপের আকর্ষণীয় লড়াইয়ে দুর্দান্ত ফর্মে থাকা সেভিয়ার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। আগামী ২৪ সেপ্টেম্বর বুদাপেস্টে অনুষ্ঠিত হবে সুপার কাপের লড়াই। ২০০৬ সালে বার্সেলোনাকে পরাজিত করে শিরোপাজয়ী সেভিয়া তাদের দ্বিতীয় সুপার কাপের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

গত ১৯ আগস্ট উয়েফা তাদের ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের সাধরণ সম্পাদকদের নিয়ে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিল। সেখানে সুপার কাপে পরীক্ষামূলক ভাবে দর্শকদের উপস্থিতির অনুমতির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় এসেছে। ধারণা করা হচ্ছে সুপার কাপের মাধ্যমে ফুটবল মাঠে দর্শক ফিরতে পারে। যদিও পুরো বিষয়টি আগামী কয়েকদিনের পরিস্থিতির ওপর নির্ভর করছে।

এই দুটি দল এর আগে একবারই একে অপরের মোকাবেলা করেছিল। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্ন ২-১ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *