Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দৌলতপুরে মাস্ক ব্যবহার না করায় দায়ে ৯জনের অর্থদন্ড

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে ৯জনকে ২৭০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর থানা মোড়ে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্যবিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ৯জনকে ২৭০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ৯জন পথচারীকে ২৭০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার। এসময় করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি আদালতের অভিযান চলমান রাখার কথা জানানো হয়।

Exit mobile version