অনলাইন ডেস্ক : সমুদ্রে সাঁতার কাটতে নেমে ডুবে যাচ্ছে এক ব্যক্তি। তাকে উদ্ধারে সমুদ্র জমায়েত অন্যরা এতে অপরের হাত ধরে শৃঙ্খল তৈরি করল। আর এভাবে সমুদ্র থেকে উদ্ধার করা হয় ডুবন্ত ব্যক্তিকে। বৃহস্পতিবার যুুক্তরাষ্ট্রের ইংল্যান্ডের একটি সৈকতে এমন ঘটনা ঘটেছে।
জুরাসিক কোস্টের সেই সৈকতটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রে ওই লোক সাঁতার কাটছিল। স্রোতের কারণে তিনি উপকূল থেকে দূরে সরে যান। প্রথমে তারা নিশ্চিত ছিলেন না ওই লোক শুধু হাত নাড়াচ্ছেন, নাকি বিপেদে পড়েছেন। নিশ্চিত হওয়ার পরপরই তারা হাতে হাত রেখে শৃঙ্খল তৈরি করে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। সেই ঘটনা নিয়ে পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সূত্র: গার্ডিয়ান