Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস : এ বছর খুলছে না বালি

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ রোধে এ বছর আর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে না ইন্দোনেশিয়ার বালি দ্বীপ।

যদিও এর আগে আগামী মাস থেকে বিদেশি পর্যটকদের জন্য দ্বীপটিকে উন্মুক্ত করে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে বলে জানিয়েছে বালি কর্তৃপক্ষ।
সম্প্রতি বালির গভর্নর ওয়ান কোস্তার জানিয়েছেন, করোনা পরিস্থিতি এমন যে বিদেশিদের ইন্দোনেশিয়ার আসতে দেয়ার মতো না। ঠিক কতদিন পর বালিতে পর্যটকরা আসতে পারবেন তা নির্দিষ্ট করা না হলেও বলা হয়েছে ২০২০ সালের শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ায় বিদেশিরা আসতে পারবে না।

জানানো হয়, খুলে দেয়ার সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে এবং এটা যত্ন ও গুরুত্বসহ করতে হবে। কারণ, এই সিদ্ধান্তের ওর দ্বীপটির ক্ষতি কাটিয়ে ওঠা নির্ভর করছে বলেও জানানো হয়।

Exit mobile version