কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসন এ খাদ্য বিতরণ করা হয়।
বটতৈল ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।আজকের অনুষ্ঠানে ৩০টি পরিবারের মাঝে দুধ, চিনি, সুজি বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, বটতৈল ইউনিয়ন চেয়ারম্যান মমিন মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।