‘বেশি ট্যাব খোলা রাখলেও স্লো হবে না ক্রোম’

অনলাইন ডেস্ক : নতুন ফিচার এবং আপডেট আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। যারা কয়েক ডজন ট্যাব খুলে কাজ করেন নতুন আপডেটে তাদের ব্রাউজার ১০ শতাংশ ফাস্ট হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্রোমের পরিচালক অ্যালেক্স আইনস্টি মঙ্গলবার ব্লগপোস্টে বলেন, ‘এই সময়ে মানুষ ব্রাউজারে বেশি সময় কাটাচ্ছেন। যার কারণে একসঙ্গে অনেক ট্যাব খুলে তাদের কাজ করতে হয়। কিন্তু এতে অনেক সময় ব্রাউজারের গতি কমে যায়। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’
একই সাইটের অনেকগুলো পেজ খুলে রাখলে প্রিভিউতে সব পেজই এক রকম মনে হয়। গুগল এখানেও পরিবর্তন আনার কথা জানিয়েছে। পেজগুলোর পার্থক্য যেন সহজে বোঝা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।

ব্রাউজারের সমস্যা এড়াতে নতুন আপডেট এবং ফিচার সামনের কয়েক সপ্তাহে ধীরে ধীরে প্রকাশ করা হবে।সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *