অনলাইন ডেস্ক : ভারতের করোনাভাইরাসের সংক্রমণ ৩২ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৪ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে গেছেন। সুস্থতার হার ৭৫.৯১ শতাংশ। ভারতে এখনো করোনার সঙ্গে লড়ছেন ৭ লাখ ৭ হাজার ২৬৭ জন।
আজ বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ভারতে। একই সময়ে মারা গেছেন এক হাজার ৫৯ জন। মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের।