নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শা থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আলী আহম্মেদ হাওলাদার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় শার্শা থানাধীন সেতাই গ্রাম থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ। আটক আলী আহম্মেদ পিরোজপুর সদর থানার দক্ষিন নামাজপুর গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, গোপন খবর আসে, মাদক পাচারকারীরা মাদকের চালান নিয়ে শার্শা থানাধীন সেতাই গ্রামস্থ বালুন্ডা টু সেতাইগামী পাকা রাস্তার ইছাপুর গামী ইটের সলিং রাস্তার সংযোগস্থল তিন রাস্তার মোড়ে অবস্থান করছে। এমন সংবাদে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রে এএসআই মাসুদ করিম সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আলী আহম্মেদকে আটক করে। বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted in সমগ্র জেলা
শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
August 27, 2020