Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

২০২২ সালে শেষ হবে পদ্মা সেতুর নির্মাণকাজ : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : ২০২১ সালের জুনে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি এবং বন্যায় কাজ বাধাগ্রস্ত হওয়ায় তা আর হচ্ছে না। এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মহামারির প্রকোপ এবং অতিরিক্ত বন্যায় পদ্মা সেতুর নির্মাণকাজ বাধাগ্রস্ত হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে সেতুর নির্মাণকাজ সমাপ্ত হচ্ছে না। তবে, আগামী ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে।

বুধবার (২৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা জানান।
অর্থমন্ত্রী জানান, নির্মাণকাজে সময় বেশি লাগায় প্রকল্পের মূল সেতু এবং নদী শাসনের কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়ার আরো ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এজন্য সরকারের ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা ব্যয় হবে।

Exit mobile version