অনলাইন ডেস্ক : কভিড-১৯ মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। সভায় বিশেষজ্ঞরা শিক্ষা প্রতিষ্ঠান এখন না খোলার পরামর্শ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কভিড-১৯ সংক্রমিত শিশুদের মাঝে মাল্টিসিস্টেম ইনফ্লামেশন সিনড্রম নামক জটিলতার খবর পাওয়া যাচ্ছে, যা আশঙ্কাজনক এবং তা শিশু মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখা গেছে যে, মৃদু সংক্রমণের কারণেও দেহের বিভিন্ন অঙ্গ দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা শিশুদের জন্যও প্রযোজ্য।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনার ভিত্তিতে জাতীয় কারিগরি পরামশর্ক কমিটি এ সিদ্ধান্তে আসে যে, এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই, বলা হয় বিজ্ঞপ্তিতে।