Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার দৌলতপুরে মাস্ক ব্যবহার না করায় ১০জনের অর্থদন্ড

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে ১০ জনকে ৪ হাজার টাকা অর্থদন্ড করেছে পৃথক ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দৌলতপুর থানা মোড়ে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্যবিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ১০জনকে ৪ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী। পৃথক ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করোনা স্বাস্থ্যবিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ৭জন পথচারীকে ২হাজার ৪শত টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং ৩ জনকে ১হাজার ৬শত টাকা অর্থদন্ড করেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী। এসময় সরকারী নির্দেশনা অনুযায়ী শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি আদালতের অভিযান চলমান রাখার কথা জানানো হয়। এছাড়াও বুধবার বিকেলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার হোসেনাবাদ বাজারে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ৮জন পথচারীকে ৪হাজার ৩শত টাকা অর্থদন্ড করেন।

Exit mobile version