Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস : ভারতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি, একদিনে রেকর্ড ৭৮ হাজার শনাক্ত

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট ভারতে একদিনে রেকর্ড প্রায় ৭৮ হাজার রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই সংক্রমণে মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের শুক্রবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৮২৬ জনের। একই সময়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মারা গেছেন আরও ১ হাজার ৬৫ জন।

দেশটিতে মোট শনাক্ত ৩৩ লাখ সাড়ে ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬১ হাজার ৭০০ জন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ জানায়, আগস্টে এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার জনের বেশি। এই মাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। জুলাইতে এ সংখ্যা ছিল ১৯ হাজার ১২২ জন।

গত ৪ আগস্ট থেকে বিশ্বে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মোট শনাক্তে তৃতীয় স্থানে থাকা ভারত। এদিকে মোট মৃতের সংখ্যায়ও মেক্সিকোকে টপকে দু-একদিনের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। দু’দেশের মৃতের সংখ্যার ব্যবধান এক হাজারের কম।

এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ সাড়ে ৩৫ হাজারের বেশি।

Exit mobile version