অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদকে বন্ধ করে দেওয়া হল। পাশাপাশি কয়েকজন সাংসদ নিজেরাই কোয়ারেন্টাইনে চলে গেছেন বলে জানা গেছে। দেশটিতে একদিনে নতুন করে ৪০০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কোরিয়ার জাতীয় সংসদ গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বন্ধ বলে ঘোষণা করা হয়েছে।
গত ডিসেম্বর মাসের শেষদিকে চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চীনের বাইরে সর্বপ্রথম কোরিয়াতেই করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা হয়। কিন্তু প্রথম থেকেই সচেতনমূলক ব্যবস্থা এবং ব্যাপকভাবে সংক্রমনের পরীক্ষা করার কারণে দ্রুত গতিতে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। বর্তমানে অবস্থার ফের অবনতি হয়েছে।
নতুন করে যে সকল সংক্রমণ দেখা দিচ্ছে তার বেশিরভাগই বৃহত্তর সিওল এলাকায়। তাছাড়া গত কয়েক মাসের মধ্যে এখন আবার হঠাৎ করে ব্যাপক সংক্রমণ লক্ষ্য করা গেছে । গত কয়েক সপ্তাহ ধরে ৩০ থেকে ৪০ জন সংক্রমিত হয়েছে কিন্তু আজ ৪৪১ জন সংক্রমিত হয়েছে।
কোরিয়ার ক্ষমতাসীন দলের একজন ফটো সাংবাদিকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কোরিয়ার সংসদ বন্ধ ঘোষণা করা হয়। আশঙ্কা করা হচ্ছে ক্ষমতাসীন দলের যেসব সাংসদ ওই ফটোসাংবাদিকের সংস্পর্শে এসেছেন তাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.