কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জেলা পর্যায়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মহাশ্মশান মন্দির আঙ্গিনায় এ উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী। এ সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন ও দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা। পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাস। বক্তব্য রাখেন কুষ্টিয়া আদালতের পি.পি এ্যাড. অনুপ কুমার নন্দী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাড. সুধীর কুমার শর্মা, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম – সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, আইন সম্পাদক এ্যাড. শংকর কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন। উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন লেখক কলামিস্ট ও পরিবেশ গবেষক গৌতম কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-আইন সম্পাদক এ্যাড. শীলা বসু (এজিপি), পূজা সম্পাদক সীমা রায়, সাবেক ফুটবলার স্বপন পাড়ই কালা প্রমুখ। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন স্যান্নাল পলাশ, প্রচার সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার, বাবলু কুন্ডু, টপি বিশ্বাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বাপ্পী বাগচী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে শুরুতে শ্রী শ্রী গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মেজর জেনারেল অব. সি আর দত্তের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।