অনলাইন ডেস্ক : মহামারী করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
বলা হয়েছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত শামীম আহসান এবং অন্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে বৈঠকে সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন গ্যাব্রিয়েসাস।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে করোনা প্রতিরোধে সরকার যে ব্যবস্থা নিয়েছে তার প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক। এদিকে, টেস্টের বিপরীতে বাংলাদেশে কয়েক দিন ধরে করোনা শনাক্তের হার কমছে।
শনিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২১৩১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন মানুষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৩২ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ২০৬।