Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বাড়লো

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে রেকর্ড গড়েছে ভারত। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ২৩ মার্চ থেকে ভারত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে। করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটি।

সোমবার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার কথা জানায় ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। এর আগে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের স্থগিতাদেশের মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত।
ডিজিসিএ জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি থাকলেও বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি রুটে প্লেন চলাচল করবে। সীমিতভাবে ভারতের অভ্যন্তরে প্লেন চলাচল শুরু হয়েছে গত ২৫ মে থেকে।

Exit mobile version