Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় করোনাভাইরাসে দুই দিনে শনাক্ত ১১০, মৃত্যু ৩ জনের

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত দুই দিনে ১১০ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৬৯ জন। আর জেলায় নতুন করে মারা গেছেন ২ জন। মোট মৃত্যুর সংখ্যা এখন ১৫৩ জন। জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬২ জন।

বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ জন। আর রবিবার ৩০ আগস্ট আক্রান্ত হয়েছে ৬৪ জন। সোমবার নতুন করে মারা যাওয়া দুইজনের মধ্যে কাটনারপাড়ার আব্দুল মজিদ (৬৫)। অপরজন লতিফপুর কলোনির মোছা. জুলেখা (৪২)। এর আগে রোববার শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা আব্দুল বাশার (৬৮) করোনায় আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান। আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় সবচেয়ে বেশি। সোমবার ৪৬ জনের মধ্যে বগুড়া সদরেই আক্রান্ত হয় ৩৯ জন।

Exit mobile version