কুষ্টিয়ায় নতুন করে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ২,৭৯৯ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৪২ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৭৯৯ দাঁড়ালো।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে  ০১ সেপ্টেম্বর ২০২০ মোট ৩৭৫ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৯৫ , চুয়াডাঙ্গা ৯০, ঝিনাইদহ ৩৭ ও মেহেরপুর ৫৩) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩২ জন, কুমারখালী উপজেলার ৮ জন, ভেড়ামারা উপজেলার ১ জন ও দৌলতপুর উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৪২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ১৬ জন, ঝিনাইদহ জেলার ১০ জন ও মেহেরপুর জেলার ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ২ জন ও চুয়াডাঙ্গা জেলার ১১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩২ জনের ঠিকানাঃ সোনালী ব্যাংক ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন, আড়ুয়া পাড়া ২ জন, থানা পাড়া ৩ জন, আমলা পাড়া ২ জন, কেজিএইচ ১১ জন, ডিসি অফিস ১ জন, নলকুলা ১ জন, উপজেলা মোড় ৩ জন, পোড়াদহ ২ জন, মজমপুর ২ জন ও তফাজ্জল ক্লিনিক ১ জন ।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানাঃ রামচন্দ্রপুর ১ জন, তেবাড়িয়া ১ জন, চড় ভবানিপুর ১ জন, উত্তর মূলগ্রাম ১ জন, খোর্দবনগ্রাম ১ জন, বাশগ্রাম ১ জন, তহিরুননেসা হাসপাতাল-আলাউদ্দিন নগর ২ জন ।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ কাচাড়ী পাড়া ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ সলিমপুর ১ জন।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২,৭৯৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২,২৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৬২ জন( আজকে মিরপুর উপজেলার ১ জনের মৃত্যুসহ) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *